অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়- 7 উত্তর আমেরিকা মহাদেশের সাধারণ পরিচিত নমুনা প্রশ্নোত্তর ।Class-8 pothon setu geography addhoy-7 page- 33 solve
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়- 7 উত্তর আমেরিকা মহাদেশের সাধারণ পরিচিত নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu geography addhoy-7 page- 33 solve—–
– হ্যালো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তো আমি আজ তোমাদের জন্য তোমাদেরই বইয়ের পরিবেশ ও ভূগোল অধ্যায় – 6 উত্তর আমেরিকার মহাদেশের সাধারণ পরিচিত যেসব নমুনা প্রশ্নোত্তর গুলো আছে
সেই প্রশ্নোত্তরগুলো আজকে সম্পন্ন আর্টিকেলের মাধ্যমে সব করে দেখাবো এবং এই অতি সংক্ষিপ্ত , সংক্ষিপ্ত , পূর্ণ বাক্যে উত্তর ,ইত্যাদি ধরনের প্রশ্নোত্তরগুলো পেয়ে তোমরা অনেক হেল্পফুল হচ্ছ আমি আশা করছি আর এরকম প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমার এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবে তো চলো নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে নেওয়া যাক
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়- 7 উত্তর আমেরিকা মহাদেশের সাধারণ পরিচিত নমুনা প্রশ্নোত্তর |
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ উত্তর আমেরিকা ১৫০১ খ্রীস্টাব্দে আবিষ্কার করেন – – (ক) ভাস্কো-দা-গামা (খ) কলম্বাস (গ) আমেরিগো ভেসপুচি (ঘ) ওয়াশিংটন।
✅ উত্তরঃ- (গ) আমেরিগো ভেসপুচি ।
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১.১ _________________ সালে পানামা খালটি কাটা হয়েছিল।
✅ উত্তরঃ- ১৯১৪ সালে ।
২.১.২ __________________ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে।
✅ উত্তরঃ- টেনেসি ।
২.২ বাক্যটি সত্য হলে ‘ ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো :
২.১.১ উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি ওলটানো ত্রিভুজের মতো।
✅ উত্তরঃ- ঠিক ।
২.১.২ প্রেইরি অঞ্চলে আলফা-আলফা ঘাস জন্মায়।
✅ উত্তরঃ- ঠিক ।
👉 অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2022 | ক্লাস 8 ভূগোল দ্বিতীয় অধ্যায় | অস্তিত পৃথিবীক্লাস
👉 নাইন লাইফ সাইন্স | ক্লাস নাইন জীবন ও তার বৈচিত্র্য | জীবের পাঁচটি রাজ্য ও উদ্ভিদ
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.৩.১ ‘যোজক’ কী?
✅ উত্তরঃ- যোজক হল দুটি মহাদেশকে সংযুক্ত করে যে সংকীর্ণ ভু ভাগ তাকে বলা হয় ।
২.৩.২ কাকে ‘বরফ খাদক’ বলা হয়?
✅ উত্তরঃ- বরফ খাদক হল চিনুক নামক উষ্ণ বায়ু প্রবাহের কারণে রকি পর্বত এর পূর্বঢালে শুরুতে শুষ্ক আবহাওয়া তৈরি হয় যেটি বরফখাদক নামে পরিচিত ।
আরো পড়ুনঃ-
👉 খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর
👉 বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য
👉 ১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর
৩. নীচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ‘পঞহ্রদ’ কাকে বলে?
✅ উত্তরঃ- হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি সুপিরিয়র , মিচিগান , হিউরন , ইরি ও অন্টারিও হদ্রকে একত্রে বলা হয় পঞ্ছহদ্র ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমি অঞ্চলের মধ্যে তিনটি তুলনা উপস্থাপন করো।
✅ উত্তরঃ- পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমি অঞ্চলের মধ্যে তিনটি তুলনা হল —-
(ক) পশ্চিমের পার্বত্য অঞ্চল উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে দক্ষিনে পানামা যোজক পর্যন্ত অবস্থিত আর
পূর্বের উচ্চভূমি অঞ্চল উত্তরের লাব্রাডর থেকে দক্ষিনে আলাবামা পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পূর্বাংশ জুড়ে অবস্থিত ।
(খ) পশ্চিমের পার্বত্য অঞ্চলের প্রকৃতি হল নবীন ভঙ্গিল পর্বত এবং পূর্বদিকের উচ্চভূমি প্রকৃতি হল ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বতমালা ।
(গ) পশ্চিমের পার্বত্য অঞ্চলের পর্বত গুলি হল আলাস্কা , রেঞ্জ , সিয়েরা নেভাদা প্রভৃতি । আর এই মহাদেশের উচ্চতম শৃঙ্গ হল আলাস্কা পর্বতের মাউন্ট ম্যাককিনলে ( যার বর্তমান নাম দেনালি এবং উচ্চতা 6190 মিটার) । এবং
পূর্বদিকের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট মিচেল ( উচ্চতা 2037 মিটার ) ।
আরো পড়ুনঃ-
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৫.১ উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো।
✅ উত্তরঃ- উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি সাধারণত হল—-
(ক) উত্তর আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হলেও সমুদ্র থেকে দূরত্বের কারণে মধ্যভাগের জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয় ।
(খ) অক্ষাংশ কত পার্থক্যর কারণে এই মহাদেশের উত্তর অংশের শীতল বায়ু একেবারে দক্ষিণাংশে ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু এবং বাকি মাঝের ৩০- ৬০ ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী বিশাল অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে ।
(গ) বরফ খাদক চিনুক নামক উষ্ণ বায়ু প্রবাহের কারণে রকি পর্বত এর পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়া তৈরি হয় রকি পর্বত এই মহাদেশের পশ্চিম দিকে অবস্থান করায় উত্তরের শীতল ও দক্ষিণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কে উত্তর দক্ষিণে প্রবাহিত হতে সাহায্য করে ।
৬. উত্তর আমেরিকার প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি নির্দিষ্ট প্রতীকসহ চিহ্নিত করো;
৬.১ মিসিসিপি নদী
৬.২ রকি পর্বত
৬.৩ সুপিরিয়র হ্রদ
৬.৪ আটলান্টিক মহাসাগর
৬.৫ কর্কটক্রান্তিরেখা
প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা তোমাদের এই নমুনা প্রশ্ন উত্তরের মধ্যেও 6 নম্বরের যে উত্তর আমেরিকার মানচিত্রটি চেয়েছে সে মানচিত্রটি আমি তোমাদের নাম্বারের মাধ্যমে করে দিলাম তোমরা একটু ভাল করে দেখো এবং তোমাদের এই চিত্রটি পরিবেশ ও ভূগোল বইয়ের 34 পেয়ে যাবে তো চলো নিচের মানচিত্রটি দেখে নেয়া যাক
(i) মিসিসিপি নদী
(ii) রকি পর্বত
(iii) সুপিরিয়র হ্রদ
(iv) আটলান্টিক মহাসাগর
(v) কর্কটক্রান্তিরেখা
প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের এই প্রশ্নোত্তরগুলো অর্থাৎ তোমাদের বইয়ের অধ্যায় 7 উত্তর আমেরিকা মহাদেশের সাধারণ পরিচিতি প্রশ্ন উত্তর গুলি পড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং এরকম প্রশ্ন উত্তর পেতে আমার এই ওয়েবসাইটে সঙ্গে যুক্ত থাকো