History

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 5 প্রাচীন ভারতে সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস/ class 8- Pathon Setu poribesh and History Addhoy-5 Page- 20 Solve

 অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- 5  প্রাচীন ভারতে সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাসের  নমুনা প্রশ্নোত্তর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছ আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশের ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় প্রাচীন ভারতে সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাসের নমুনা প্রশ্নোত্তর যেসব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো চলো নিচে উত্তর গুলো দেখে নেওয়া যাক .

আরো পড়ুনঃ- 

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায় 5 প্রাচীন ভারতে সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস/ class 8- Pathon Setu poribesh and History Addhoy-5 Page- 20 Solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু  পরিবেশ ও ইতিহাস অধ্যায় 5 প্রাচীন ভারতে সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস/ class 8-  Pathon Setu  poribesh and History Addhoy-5 Page- 20 Solve

১. শূন্যস্থান পূরণ করো :

(ক) ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য ________________ ।

উত্তরঃ- মৌর্য ।

(খ) প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন ___________________ ।

উত্তরঃ- সম্রাট অশোক ।

(গ) কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন ________________ ।

উত্তরঃ- প্রথম কনিষ্ক ।

(ঘ) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ____________________ ।

উত্তরঃ- সিমুক ।

(ঙ) আক্রমণ প্রতিহত করেছিলেন ____________________ ।

উত্তরঃ- স্কন্দগুপ্ত ।

২. ঠিক-ভুল নির্ণয় করো : 

(ক) কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বিম কদফিসেস।

উত্তরঃ- ভুল ।

(খ) শকাব্দের প্রচলন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

উত্তরঃ- ভুল ।

(গ) গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত।

উত্তরঃ- ঠিক ।

 (ঘ) কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়। 

উত্তরঃ- ঠিক ।

(ঙ) পুষ্যভৃতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন।

উত্তরঃ- ঠিক ।

আরো পড়ুনঃ-

 



৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) : 

(ক) সমুদ্রগুপ্ত কেন স্মরণীয়?

উত্তরঃ- সমুদ্র গুপ্ত স্মরণীয় কারণ ভারতের বারোটি রাজা কে পরাস্ত করে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলে ।

(খ) কণিষ্কের সময়ের দুটি উল্লেখযোগ্য ঘটনা লেখো।

উত্তরঃ- কনিষ্কের সময় উল্লেখযোগ্য দুটি ঘটনা হলো –  শকাব্দএর প্রচলন এবং কুষাণ সাম্রাজ্যের বিস্তার ঘটানো ।

(গ) কাকে, কেন ‘শকারি’ বলা হয়?

উত্তরঃ-চন্দ্রগুপ্ত কে বলা হয় ,  আর  শকক্ষত্রপ উচ্ছেদ করেছিলো বলে তাকে ‘শকারি’  বলে ।

প্রিয় শিক্ষার্থীরা কেমন লাগলো তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য সেতু/পঠন সেতু ইতিহাস বিষয়ের অধ্যায় 5 এর প্রশ্ন উত্তর গুলো আমি আশা করব এই প্রশ্নের উত্তর গুলো দেখে তোমরা অনেক উপকৃত হয়েছে এছাড়া তোমাদের আরো অন্যান্য অধ্যায়ের প্রশ্ন উত্তর গুলো আমার এই ওয়েবসাইটে সলভ করা আছে তোমরা চাইলে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button