অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর | Class-8 Pathon Setu History Addhoy-9 Page-37-38 Questions Answers Solve
ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর/ class-8 pothon setu addhoy -9 namuna prosno uttor page, 37 ,38 solve —– প্রিয় বন্ধুরা আমরা তোমাদের জন্য আজকে সলভ করব ক্লাস এইট এর অধ্যায় -৯ বিজয়নগর সাম্রাজ্যের যে নমুনা প্রশ্নোত্তর গুলি আছে সেগুলি এবং বিশেষভাবে আর্টিকেল এর মাধ্যমে আর আমাদের এই প্রশ্নোত্তরে ভালো লাগলে অবশ্যই জানাবে তো চলো নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে না যাক
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর | Class-8 Pathon Setu History Addhoy-9 Page-37-38 Questions Answers Solve
১. অতি সংক্ষিপ্ত প্রশ্ন (একটি-দুটি বাক্যে) :
(ক) বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
✅ উত্তরঃ- হরিহর ও বুক্কা ।
(খ) বিজয়নগর রাজ্যে আগত দুজন বিদেশী পর্যটকের নাম লেখ।
✅ উত্তরঃ- নিকোলো কন্টি ও আব্দুররাজ্জাক ।
(গ) বিজয়নগর রাজ্যটি কোথায় অবস্থিত?
✅ উত্তরঃ- দাক্ষিণাত্য তুঙ্গভদ্র নদীর তীরে ।
(ঘ) বানিহাটির যুদ্ধ কবে হয়েছিল?
✅ উত্তরঃ- ১৫৬৫খ্রিস্টাব্দে ।
(ঙ) বিজয়নগরে মোট কটি বংশ রাজত্ব করেছিল?
✅ উত্তরঃ- চারটি ।
২. শূন্যস্থান পূরণ কর :
(ক) সঙ্গম বংশের প্রথম রাজা ___________________ ।
✅ উত্তরঃ- কৃষ্ণদেব রায় ।
(খ) পেজ ছিলেন ________________ পর্যটক।
✅ উত্তরঃ- পর্তুগিজ ।
(গ) ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি __________________ রচনা করেছিলেন।
আরো পড়ুনঃ-
👉 খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর
👉 বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য
তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর | Class-8 Pathon Setu History Addhoy-9 Page-37-38 Questions Answers Solve অষ্টম শ্রেণীর প্রশ্ন প্রশ্ন উত্তর গুলো আমি আশা করব তোমাদের অনেক উপকার হয়েছে এছাড়াও তোমাদের আরো অন্যান্য চ্যাপ্টার গুলো এসকে ক্লাসরুম ওয়েবসাইটে সলভ করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো
আরো পড়ুনঃ-
👉 অষ্টম শ্রেণীর ভূগোল | পৃথিবীর অন্দরমহল থেকে প্রশ্ন উত্তর | পৃথিবীর অন্দরমহল pdf
👉 অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2022 | ক্লাস 8 ভূগোল দ্বিতীয় অধ্যায় | অস্তিত পৃথিবীক্লাস