History

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর | Class-8 Pathon Setu History Addhoy-9 Page-37-38 Questions Answers Solve

 ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর/ class-8 pothon setu addhoy -9 namuna prosno uttor page, 37 ,38 solve —– প্রিয় বন্ধুরা আমরা তোমাদের জন্য আজকে সলভ করব ক্লাস এইট এর অধ্যায় -৯ বিজয়নগর সাম্রাজ্যের যে নমুনা প্রশ্নোত্তর গুলি আছে সেগুলি এবং বিশেষভাবে আর্টিকেল এর মাধ্যমে আর আমাদের এই প্রশ্নোত্তরে ভালো লাগলে অবশ্যই জানাবে তো চলো নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে না যাক

আরো পড়ুনঃ- 
ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর/ class-8 pothon setu addhoy -9 namuna prosno uttor page, 37 ,38 solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর | Class-8 Pathon Setu History Addhoy-9 Page-37-38 Questions Answers Solve

১. অতি সংক্ষিপ্ত প্রশ্ন (একটি-দুটি বাক্যে) : 

(ক) বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

✅ উত্তরঃ- হরিহর ও বুক্কা ।

(খ) বিজয়নগর রাজ্যে আগত দুজন বিদেশী পর্যটকের নাম লেখ। 

✅ উত্তরঃ- নিকোলো কন্টি ও  আব্দুররাজ্জাক ।

(গ) বিজয়নগর রাজ্যটি কোথায় অবস্থিত?

✅ উত্তরঃ- দাক্ষিণাত্য তুঙ্গভদ্র নদীর তীরে ।

(ঘ) বানিহাটির যুদ্ধ কবে হয়েছিল?

✅ উত্তরঃ- ১৫৬৫খ্রিস্টাব্দে ।

(ঙ) বিজয়নগরে মোট কটি বংশ রাজত্ব করেছিল?

✅ উত্তরঃ- চারটি ।

২. শূন্যস্থান পূরণ কর :

(ক) সঙ্গম বংশের প্রথম রাজা ___________________ ।

✅ উত্তরঃ- কৃষ্ণদেব রায় ।

(খ) পেজ ছিলেন ________________ পর্যটক।

✅ উত্তরঃ- পর্তুগিজ ।

(গ) ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি __________________ রচনা করেছিলেন।

✅ উত্তরঃ- কৃষ্ণদেব রায় ।
(ঘ) অরবিভু বংশের শেষ শাসক _________________ ।
✅ উত্তরঃ- দ্বিতীয় ব্যাংকেট ।
(ঙ) তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা ________________ ।
✅ উত্তরঃ-  কৃষ্ণদেব রায় ।
৩. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
ক্লাস এইট পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর/ class-8 pothon setu addhoy -9 namuna prosno uttor page, 37 ,38 solve
৪. সংক্ষিপ্ত প্রশ্ন (তিনটি-চারটি বাক্যে) :
(ক) রাজা কৃষুদেব রায়ের শাসনকাল সম্পর্কে যা জানো লেখো।
উত্তরঃ- কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট ১৫০৯ থেকে ১৫২৮৯ খ্রিস্টাব্দ রাজত্ব করেছিলেন।  তিনি তুলু বংশের শাসক ছিলেন এবং তাকে সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয় ।
(খ) বিজয়নগর রাজ্যটির সামাজিক জীবনের বর্ণনা দাও।
✅ উত্তরঃ- বিজয়নগরের সমাজ ব্যবস্থায় বহু কুসংস্কারের প্রভাব ছিল নারীদের বাল্যবিবাহ প্রথা সতীদাহ প্রথা পুরুষদের বহুবিবাহ প্রথা সমাজে প্রচলিত ছিল বিদেশি পর্যটকদের মধ্যে নুনিজ  রায়ের পাঁচশো পত্নীর এবং পা য়েজ কৃষ্ণদেব রায়ের বারোজন পত্নীর উপস্থিতি লক্ষ্য করেছেন ।
(গ) বিজয়নগর রাজ্যের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো।
✅ উত্তরঃ- বিজয়নগরের অর্থনৈতিক জীবন সমকালীন বিদেশী পর্যটক পায়েজ , নুনিজ ,আব্দুর রাজ্জাক এডোয়ার্ড বারবোসা নিকোলো কন্টি প্রমুখ বিজয়নগরের বিপুল ঐশ্বর্য দেখে মুগ্ধ হয়েছিলেন পাশাপাশি এখানে কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্য উন্নতির ফলে অর্থনীতিতে সমৃদ্ধ এসেছিল দেশে সামন্ততান্ত্রিক অর্থনীতির বিকাশও ঘটেছিল ।

তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়-9 বিজয়নগর সাম্রাজ্যর নামুনা প্রশ্নোত্তর | Class-8 Pathon Setu History Addhoy-9 Page-37-38 Questions Answers Solve অষ্টম শ্রেণীর প্রশ্ন প্রশ্ন উত্তর গুলো আমি আশা করব তোমাদের অনেক উপকার হয়েছে এছাড়াও তোমাদের  আরো অন্যান্য চ্যাপ্টার গুলো এসকে ক্লাসরুম ওয়েবসাইটে সলভ করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো

আরো পড়ুনঃ-

 👉 অষ্টম শ্রেণীর ভূগোল | পৃথিবীর অন্দরমহল থেকে প্রশ্ন উত্তর | পৃথিবীর অন্দরমহল pdf

👉 অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2022 | ক্লাস 8 ভূগোল দ্বিতীয় অধ্যায় | অস্তিত পৃথিবীক্লাস

👉  নাইন লাইফ সাইন্স | ক্লাস নাইন জীবন ও তার বৈচিত্র্য | জীবের পাঁচটি রাজ্য ও উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের শ্রেণিবিভাগ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button