History

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশও ইতিহাস অধ্যায-১০ ভক্তিবাদ ও সুফিবাদ নমুনা প্রশ্নোত্তর ।Class-8 pothon setu history page-42 ,43 solve

অষ্টম শ্রেণীর  পঠন সেতু পরিবেশও ইতিহাস অধ্যায-১০ ভক্তিবাদ ও সুফিবাদ নমুনা প্রশ্নোত্তর ।Class-8 pothon setu history addhoy-10 page-42 ,43 solve—– তো আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই প্রশ্নের উত্তর গুলো পড়ে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরই বইয়ের অধ্যায় 10 সুফিবাদ ও ভক্তিবাদী নমুনা প্রশ্ন উত্তর গুলো এবং সেগুলো সম্পূর্ণ আর্টিকেল এর মাধ্যমে আজকের সলভ করে দেখাবো তো চলো নিচে প্রশ্ন উত্তর গুলো দেখে নেওয়া যাক

গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশও ইতিহাস অধ্যায-১০ ভক্তিবাদ ও সুফিবাদ নমুনা প্রশ্নোত্তর ।Class-8 pothon setu history addhoy-10 page-42 ,43 solve

অষ্টম শ্রেণীর  পঠন সেতু পরিবেশও ইতিহাস অধ্যায-১০ ভক্তিবাদ ও সুফিবাদ নমুনা প্রশ্নোত্তর ।Class-8 pothon setu history addhoy-10 page-42 ,43 solve

 ১. শূন্যস্থান পূরণ করো :

(ক) ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাই হল——————————-।

✅ উত্তরঃ- ভক্তিবাদ ।

(খ) শিক ধর্মের প্রবর্তক হলেন—————————————-।

✅ উত্তরঃ- গুরুনানক ।

(গ) মীরাবাঈ—————————————————-সাধিকা ছিলেন।

✅ উত্তরঃ- কৃষ্ণের এক নিষ্ঠ । 

(ঘ) দুই পংক্তির কবিতাকে—————————————-বলে ।

✅ উত্তরঃ-  দোঁহা । 

(ঙ) চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন——————————————-।

✅ উত্তরঃ-  খাজা মইনুদ্দিন । 

২.সত্য ও মিথ্যা নির্ণয় করো :

(ক) নতুন ধর্মীয় ‘চিন্তা চেতনা’ প্রসূত ফলই হল – ভক্তিবাদ ও সুফীবাদ। 

✅ উত্তরঃ-সত্য । 

(খ) উত্তর ভারতে ভক্তিবাদীরা নায়নার ও আলওয়ার নামে পরিচিত ছিল।

✅ উত্তরঃ-মিথ্যা । 

(গ) ভজনের মাধ্যমে ভক্তিবাদের প্রচার করেন। 

✅ উত্তরঃ-সত্য । 

(ঘ) দোঁহা সংস্কৃতে লেখা।

✅ উত্তরঃ-সত্য । 

আরো পড়ুনঃ-

👉 খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর

👉 বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য

👉 ১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর

৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :

(ক) ভক্তিবাদ কাকে বলে? একজন ভক্তিবাদী সাধকের নাম লেখো।

✅ উত্তরঃ- ভক্তিবাদ হলো ভগবানের প্রতি ভালোবাসা। একজন ভক্তি বাদীর সাধকের নাম হল চৈতন্যদেব।

(খ) সুফিবাদ কী?

✅ উত্তর:- সুফিবাদ শব্দটির অর্থ হল প্রশমের তৈরি এক টুকরো কাপড়। সুফি সাধকরা এই ধরনের কাপড়ের পোশাক ব্যবহার করতেন।

(গ) শ্রীচৈতন্যদেবের প্রবর্তিত ধর্মের নাম কি? তিনি কোন অঞ্চলে ভক্তিবাদের প্রচার করেছিলেন? 

✅ উত্তরঃ-  বৈষ্ণব আন্দোলন চৈতন্যদেব প্রবর্তিত ধর্মীয় ও সামাজিক আন্দোলন যা ভক্তিবাদী আন্দোলন নামে পরিচিত । তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা  ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে নদিয়ায় এই আন্দোলন গড়ে ওঠে ।

(ঘ) ‘সিলসিলা’ ও ‘খানকা’ কি?

✅ উত্তরঃ-  সুফিরা বিভিন্ন গোষ্ঠীতে বিরক্ত হলে তাকে ‘সিলসিলা’  বলা হয় । সুফি সাধকরা তার শিষ্যদের নিয়ে যে আশ্রম এ থাকেন তাকে খানকা বলা হয় ।

৪. সংক্ষেপে উত্তর দাও (তিনটি-চারটি বাক্যে) :

(ক) শিখধর্মের প্রবর্তক কে? তাঁর ধর্মপ্রচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।

✅ উত্তরঃ- শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরুনানক । তাঁর ধর্মপ্রচারের বৈশিষ্ট্যগুলি হল —

(ক)  তার মতে ঈশ্বর স্বরূপ  ও শ্রেষ্ঠ ।

(খ)  তিনি হিন্দু ও মুসলিম ধর্ম কে একত্রিত করার চেষ্টা করেন ।

(খ) সুফিবাদী মতবাদীরা কটি ভাগে বিভক্ত ছিল? তাদের মত পার্থক্যের তুলনামূলক আলোচনা কর। 

✅ উত্তরঃ- সুফি মতবাদ কে দুটি ভাগে ভাগ করা হয় যথা চিশতী সুহরাবদি । এবং এদের মধ্যে পার্থক্য গুলি হল—    

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশও ইতিহাস অধ্যায-১০ ভক্তিবাদ ও সুফিবাদ নমুনা প্রশ্নোত্তর ।Class-8 pothon setu history addhoy-10 page-42 ,43 solve

(গ) কবীরের ধর্মনীতি ও মূল আদর্শ সম্পর্কে লেখো।

✅ উত্তরঃ-  কবিরের ধর্মনীতি ও মূল আদর্শ গুলি হল—-

(ক) কবির কাছে সব ধর্মই ছিল এক অর্থাৎ সব ভগবানের সমান ।

(খ) কবির দর্শন হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ মিটাতে সাহায্য করেছিল ।

(গ)  তিনি মনে করতেন সব মানুষের মধ্যেই ঈশ্বর বিদ্যমান ।

(ঘ) কোন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভক্তিবাদ ও সুফিবাদের জন্ম হয়েছিল?

উত্তরঃ- মধ্যযুগের ভারতে জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ধর্ম ভারতের সুলতানি আমলে ধর্ম নিয়ে নতুন কিছু ভাবনার কথা শোনা যায় পুরনো আমলের বৌদ্ধ ও জৈন ধর্ম তখনো কায়েম  ছিল ।কিন্তু মানুষের মনের উপর তাপের প্রভাব ধীরে ধীরে কমে আসছিল এই অবস্থায় ভক্তিবাদ ও সুফিবাদ এর কথা শোনা যেতে থাকে ।

আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি আশা করছি তোমরা এই ইতিহাসের অধ্যায়- 10  ভক্তিবাদ ও সুফিবাদ নমুনা প্রশ্নোত্তর গুলি পেয়ে অনেক হেল্পফুল হয়েছ এছাড়াও আমার এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর গুলি পাওয়া যায় তাই তোমরা সকলে যদি দেখতে ইচ্ছুক হও তবে আমার এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকে ।

আরো পড়ুনঃ-

 👉 অষ্টম শ্রেণীর ভূগোল | পৃথিবীর অন্দরমহল থেকে প্রশ্ন উত্তর | পৃথিবীর অন্দরমহল pdf

👉 অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2022 | ক্লাস 8 ভূগোল দ্বিতীয় অধ্যায় | অস্তিত পৃথিবীক্লাস

 👉 নাইন লাইফ সাইন্স | ক্লাস নাইন জীবন ও তার বৈচিত্র্য | জীবের পাঁচটি রাজ্য ও উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের শ্রেণিবিভাগ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button