History

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- 11মুঘল সাম্রাজ্য নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu history addhoy-11 page -49 solve

 অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- 10 মুঘল সাম্রাজ্য নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu history addhoy-10 page -49 solve—— আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পঠন সেতু বইয়ের যে অধ্যায় -10 এর মুঘল  সাম্রাজ্য নমুনা প্রশ্ন উত্তর গুলি আছে সেগুলি আজ সমস্ত আর্টিকেল এর মাধ্যমে সলভ করে দিয়েছি এবং আমি আশা করছি তোমরা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে অনেক হেল্পফুল হচ্ছ এবং এই 10 অধ্যায়ের  ইতিহাসের প্রশ্ন উত্তর গুলো পড়ে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো প্রশ্নোত্তরগুলো পড়ে নেওয়া যাক

আরো পড়ুনঃ-

 👉 অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- ৪

👉 অষ্টম শ্রেণীর ভূগোল | পৃথিবীর অন্দরমহল থেকে প্রশ্ন উত্তর | পৃথিবীর অন্দরমহল pdf

👉 অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2022 | ক্লাস 8 ভূগোল দ্বিতীয় অধ্যায় | অস্তিত পৃথিবীক্লাস

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- 10 মুঘল সাম্রাজ্য নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu history addhoy-11 page -49 solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- 10 মুঘল সাম্রাজ্য নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu history addhoy-10 page -49 solve

১. শূন্যস্থান পূরণ করো :

(ক) মোঙ্গল নেতা ছিলেন__________________ ।

✅ উত্তরঃ- চেঙ্গিস খান ।

(খ) খানুয়ার যুদ্ধ হয়______________ খ্রিস্টাব্দে।

✅ উত্তরঃ- ১৫২৭ খ্রিস্টাব্দে ।

(গ) হলদিঘাটির যুদ্ধে আকবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন _________________ ।

✅ উত্তরঃ- রানা প্রতাপ ।

(ঘ) বুলন্দ দরওয়াজা__________________ অবস্থিত।

✅ উত্তরঃ- ফতেহপুর সিকরিতে ।

২. ঠিক বা ভুল নির্ণয় করো :

(ক) ঘোড়ার মাধ্যমে ডাক চলাচলের ব্যবস্থা করেন শের শাহ।

✅ উত্তরঃ- ঠিক ।

 (খ) হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন ঔরঙ্গজেব।

✅ উত্তরঃ- ঠিক ।

আরো পড়ুনঃ-

খাদ্য এবং পুষ্টি থেকে প্রশ্ন উত্তর

বিভিন্ন গ্রহের বৈশিষ্ট্য | সৌরজগতের আটটি গ্রহের বৈশিষ্ট্য ||বুধ গ্রহের বৈশিষ্ট্য

১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে প্রশ্ন এবং উত্তর

৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :

(ক) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়?

✅ উত্তরঃ- পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদীর মধ্য এবং এই যুদ্ধে পরাজিত হয়েছিল ইব্রাহিম লোদী ।

(খ) ‘বিবি-কা মকবারা’ কোন্ মুঘল সম্রাটের আমলে নির্মিত হয়?

✅ উত্তরঃ- সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহরের আমলে ‘বিবি-কা মকবারা’ নির্মিত হয় ।

৪ .রাজত্বকাল অনুযায়ী মুঘল সম্রাটদের নামগুলো পরপর সাজিয়ে লেখো: 

আকবর, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন, জাহাঙ্গির

✅ উত্তরঃ- রাজত্বকাল অনুযায়ী সম্রাটদের নাম গুলি পরপর অনুসারে সাজানো হলো — 

বাবর –> হুমায়ুন –> আকবর –> জাহাঙ্গির –> শাহজাহান –> ঔরঙ্গজেব ।

আর এই সম্রাটের শাসনকালে হল—

(ক) সম্রাট বাবরের শাসনকালঃ- ( ৩০ শে এপ্রিল ১৫২৬ – ২৬ ডিসেম্বর ১৫৩০ ) ।

(খসম্রাট হুমায়ুনের শাসনকালঃ- ( ২৩ ডিসেম্বর ১৫৩০- ১৭মে ১৫৪০ এবং ২২  ফেব্রুয়ারি ১৫৫৫- ২৭ শে জানুয়ারি ১৫৫৬) ।

(গ) সম্রাট আকবরের শাসনকালঃ- ( ২৭ শে জানুয়ারি ১৫৫৬ – ২৭ অক্টোবর ১৬০৫।

(ঘ)  সম্রাট জাহাঙ্গির শাসনকালঃ- ( ১৫  অক্টোবর ১৬০৫ – ৮ নভেম্বর ১৬২৭) ।

(ঙ) সম্রাট শাহজাহানের শাসনকালঃ- (  ৮ নভেম্বর ১৬২৭ – ২ আগস্ট ১৬৫৮ ) ।

(চ) সম্রাট ঔরঙ্গজেবেরের শাসনকালঃ- ( ৩১ শে জুলাই ১৬৫৮ -৩ মার্চ ১৭০৭) ।

৫. সংক্ষেপে উত্তর দাও (তিন-চারটে বাক্যে) :

(ক) শেরশাহের সংস্কার কাজগুলির পরিচয় দাও।

✅ উত্তরঃ- শেরশাহের সংস্কার কাজ গুলির পরিচয় হলো—-

(ক) পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সারাইখানা তৈরি করেন ।

(খ) পথচারীদের সুবিধার জন্য তিনি রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য কিছু দূরত্ব অনুযায়ী সারাইখানা নির্মাণ করেন ।

(গ) শেরশাহ ঘোড়ার পিঠে চড়ে ডাক চলাচল ব্যবস্থা প্রবর্তন করেন যোগাযোগ ব্যবস্থা উন্নত রূপ দেন ।

(ঘ) দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ব্যবহৃত হলে রাজস্ব মুকুব করা হতো ।

(ঙ) সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন ।

(চ) যুদ্ধের সময় সেনাবাহিনীর যুদ্ধযাত্রা ফলাফলে ফসল বা সম্পত্তির ক্ষতি হলে শেরশাহ রাজকোশ থেকে ক্ষতিপূরণ দিতেন ।

(খ) আকবরের উল্লেখযোগ্য সংস্কার কাজগুলি সম্পর্কে লেখো।

✅ উত্তরঃ- সম্রাট আকবরের কার্যাবলী গুলি হল—–

(ক) মনসবদারি ব্যবস্থা চালু করেন তিনি ।

(খ)  সাম্রাজ্যকে কয়েকটি সুবা ও প্রদেশে ভাগ করেন ।

(গ) ফতেহপুর সিকর এবং প্রসাদ , মহল দরবার তার স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা তৈরি করেন ।

(ঘ) ধর্মীয় বিষয়ে আলোচনার জন্য ফতেহপুর সিকতে ইবাদৎখানা নির্মাণ করেন ।

(ঙ) দীন-ই-ইলাহী প্রবর্তন করেন তিনি ।

প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের পঠন সেতু পরিবেশ ইতিহাস বইয়ের অধ্যায় 10 এর মুঘল সাম্রাজ্যর যে নমুনা প্রশ্ন আছে সেগুলো পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এরকম  প্রশ্ন উত্তর পেতে আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকো ।

আরো পড়ো:-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button