Geography

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়-৬ পরিবেশের অবনমণে মানুষের ভূমিকা নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu geography addhoy-6 page-23 ,24 solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়-৬ পরিবেশের অবনমণে মানুষের ভূমিকা নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu geography addhoy-6 page-23 ,24 solve–

আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমাদের পঠন সেতু বইয়ের ভূগোল অধ্যায় -6 পরিবেশ অবনমন এ মানুষের ভূমিকা যে অতি সংক্ষিপ্ত ,সংক্ষিপ্ত  ,পূর্ণ বাক্যে উত্তর, ইত্যাদি ধরণের প্রশ্ন উত্তর গুলো আছে সেগুলো সম্পূর্ণ আর্টিকেল এর মাধ্যমে সমাধান করে দিয়েছি 

আমি আশা করছি, তোমরা এই প্রশ্নের উত্তর গুলো পেয়ে অনেক সহায়ক হচ্ছ এবং এই প্রশ্নোত্তর গুলো তোমাদের পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে তো চলো নিচের প্রশ্ন উত্তর গুলি দেখে নেওয়া যাক

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়-৬ পরিবেশের অবনমণে মানুষের ভূমিকা নমুনা প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়-৬ পরিবেশের অবনমণে মানুষের ভূমিকা নমুনা প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়-৬ পরিবেশের অবনমণে মানুষের ভূমিকা নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu geography addhoy-6 page-23 ,24 solve


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১  Environment Protection Act চালু হয় – – (ক) ১৯৮১ সালে (খ) ১৯৮২ সালে (গ) ১৯৮৪ সালে (ঘ) ১৯৮৬ সালে।

উত্তরঃ-  (ঘ) ১৯৮৬ সালে।

১.২ ভূপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটি হলো— (ক) MIC (খ) NH3  (গ) CO2  (ঘ) CFC 

উত্তরঃ- (ক) MIC  ।

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

২.১.১ ভূপাল গ্যাস দুর্ঘটনা হয় __________________ সালে।

উত্তরঃ- ১৯৮৪ সালে। 

২.১.২ পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের একটি উপায় হলো______________ ।

উত্তরঃ- বৃক্ষরোপণ ।

২.২ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

২.২.১ নগরায়ন পরিবেশের অবনমন সৃষ্টি করে।

উত্তরঃ- ঠিক ।

২.২.২ পরিবেশের অবনমনের ফলে মানবজীবনে খুব একটা ক্ষতিকর প্রভাব পড়ে না।

উত্তরঃ- ভুল ।

আরো পড়ুনঃ-

 অষ্টম শ্রেণীর ভূগোল | পৃথিবীর অন্দরমহল থেকে প্রশ্ন উত্তর | পৃথিবীর অন্দরমহল pdf

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2022 | ক্লাস 8 ভূগোল দ্বিতীয় অধ্যায় | অস্তিত পৃথিবীক্লাস

 নাইন লাইফ সাইন্স | ক্লাস নাইন জীবন ও তার বৈচিত্র্য | জীবের পাঁচটি রাজ্য ও উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের শ্রেণিবিভাগ

২.৩. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়-৬ পরিবেশের অবনমণে মানুষের ভূমিকা নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu geography addhoy-6 page-23 ,24 solve

২.৪ একটি বা দুটি শব্দে উত্তর দাও :

২.৪.১ পরিবেশ অবনমনের একটি প্রাকৃতিক কারণ লেখো।

উত্তরঃ- পরিবেশ অবনমন এর কারণে বিভিন্ন ধরনের ক্ষতি হয় এবং যেসব প্রাকৃতিক ক্ষতি তার মধ্যে হল ভূমিকম্প ও ভূমিধস ইত্যাদি ধরণের ।

২.৪.২ বায়ুদূষণের একটি মনুষ্যসৃষ্ট উৎসের নাম লেখো।

উত্তরঃ- বায়ু দূষণ মনুষ্যসৃষ্ট উৎসের নাম হলো কলকারখানা ও যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া ।

আরো পড়ো:-

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

৩.১ পরিবেশ দূষণ কাকে বলে?

উত্তরঃ-পরিবেশের যে সমস্ত ক্ষতিকার জিনিস যেমন কলকারখানার ধোঁয়া  বজ্র পদার্থ জৈব বর্জ্য পদার্থ গুলি পরিবেশের সঙ্গে মিশে গিয়েপরিবেশকে দূষিত করছে ।

৩.২ পরিবেশগত বিপর্যয় বলতে কী বোঝো?

উত্তরঃ- যখন প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্টি কোন কারনে খুব কম সময়ের মধ্যে পৃথিবীপৃষ্ঠের একটি বিস্তীর্ণ অঞ্চলজুড়ে পরিবেশের এমন অবনমন সৃষ্টি হয় যে তার ফলে অসংখ্য প্রাণহানি ঘটে এবং ক্ষতি হয় তখন তাকে বিপর্যয় বলা হয় ।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য লেখো।

উত্তরঃ- পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য হল—

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ভূগোল অধ্যায়-৬ পরিবেশের অবনমণে মানুষের ভূমিকা নমুনা প্রশ্নোত্তর । Class-8 pothon setu geography addhoy-6 page-23 ,24 solve

তো প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি আজকে তোমাদের পঠন সেতু বইয়ের অধ্যায়-৬ পরিবেশ অবনমন মানুষের ভূমিকা যে অতি সংক্ষিপ্ত , সংক্ষিপ্ত , পূর্ণ বাক্যে উত্তর ইত্যাদি ধরণের প্রশ্ন উত্তর গুলি সম্পূর্ণ আর্টিকেল এর মাধ্যমে সলভ করে দিলাম তো এই প্রশ্নের উত্তর গুলো পড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এরকম ধরনের প্রশ্ন উত্তর পেতে আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকে

আরো পড়ুনঃ- 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button