অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- ৪ অর্থনীতি ও জীবনযাত্রা নমুনা প্রশ্নোত্তর | class 8 paton setu history / itihas addhoy-4 answers
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- ৪ অর্থনীতি ও জীবনযাত্রা নমুনা প্রশ্নোত্তর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছ আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশের ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় নব্যঅর্থনীতি ও জীবনযাত্রা নমুনা প্রশ্নোত্তর যেসব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো চলো নিচে উত্তর গুলো দেখে নেওয়া যাক .
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- ৪ অর্থনীতি ও জীবনযাত্রা নমুনা প্রশ্নোত্তর
১. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :
(ক) মহাজনপদের আমলে মানুষের প্রধান জীবিকা কী ছিলো?
উত্তরঃ- মহাজনপদ এর আমলে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ।
(খ) প্রাচীন ভারতে দ্বিতীয় ‘নগরায়ণ’ কোথায় হয়েছিলো?
উত্তরঃ- প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ন গঙ্গা নদীর উপত্যকায় হয়েছিল ।
(গ) কুষাণ আমলে কোথায় গোলমরিচ উৎপাদন হতো?
উত্তরঃ- কুশান আমলে কেরালায় গোল মরিচ উৎপাদন হতো ।
(ঘ) গুপ্ত আমলে দক্ষিণ ভারতে কী কী ফসল উৎপাদিত হতো?
উত্তরঃ- গুপ্ত আমলে দক্ষিণ ভারতের সুপারি নারকেল ও নানারকম মসল্লা উৎপাদিত হতো ।
২. শূন্যস্থান পূরণ করো :
(ক) ষোড়শ মহাজনপদের সময়কালে ______________ ছিল প্রধান ফসল।
উত্তরঃ- ধান ।
(খ) কুষাণ শাসনকালে দাক্ষিণাত্যের কালো মাটিতে ________________ চাষ হতো।
উত্তরঃ- তুলোর ।
(গ) কুষাণ আমলে চিনের ________________ ছিল আমদানি দ্রব্যের মধ্যে প্রধান।
উত্তরঃ- রেশম ।
(ঘ) দক্ষিণ ভারতে __________________ সন্তানের নামের সঙ্গে যুক্ত হতো।
উত্তরঃ- মায়ের নাম ।
আরো পড়ুনঃ-
৩. ঠিক-ভুল নির্ণয় করো :
(ক) কুষাণ যুগে পরিবার ছিল মাতৃতান্ত্রিক।
উত্তরঃ- ভুল ।
(খ) গুপ্তযুগে ভূমিদান ব্যবস্থা চালু ছিল।
উত্তরঃ- ঠিক ।
(গ) ষোড়শ মহাজনপদের সময়কালে কৃষি ছাড়াও পশুপালন ছিল গুরুত্বপূর্ণ জীবিকা।
উত্তরঃ- ঠিক ।
(ঘ) মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেত, যাকে স্ত্রীধন বলা হতো।
উত্তরঃ- ঠিক ।
প্রিয় বন্ধুরা এতক্ষণ তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলি হল- অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস অধ্যায়- ৪ অর্থনীতি ও জীবনযাত্রা নমুনা প্রশ্নোত্তর- এছাড়াও নিচে আমি তোমাদের 15 পেজের প্রশ্ন উত্তর গুলো সল্ভ করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো .